kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

ঈদের আগেই পূর্বাঞ্চলে যুক্ত হবে ৬০ রেল কোচ

ঈদে বাড়তি যাত্রীচাপ সামলাতে চলছে মেরামত কাজ

কালের কণ্ঠ অনলাইন   

১০ মে, ২০১৯ ১০:৩২ | পড়া যাবে ১ মিনিটেঈদের আগেই পূর্বাঞ্চলে যুক্ত হবে ৬০ রেল কোচ

ফাইল ফটো

আসন্ন ঈদ উপলক্ষে বাড়তি যাত্রীচাপ সামলাতে চলছে দিনরাত কাজ। রেলওয়ের পূর্বাঞ্চলের পাহাড়তলী কারখানায় ১১টি শপের শ্রমিকদের দম ফেলারও ফুরসত নেই। আসন্ন ঈদুল ফিতল উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভিন্ন ট্রেনে সংযোজন করা হবে ৬০ কোচ। এজন্য রেলওয়ের পাহাড়তলী ওয়ার্কশপে এগুলোর মেরামত চলছে।

রেলওয়ের পূর্বাঞ্চলে চলাচলের উপযুক্ত আছে ৭৩০টি কোচ। সরকার থেকে চাহিদা দেওয়া হয়েছে ৮০০ কোচের। তাই চাহিদা মেটাতে বাকি কোচ মেরামত করা হচ্ছে। ঈদের আগেই ৬০টি কোচ রেডি হয়ে যাবে বলে আশাবাদী পাহাড়তলী কারখানা কর্তৃপক্ষ। পহেলা জুনেই কোচগুলো পরিবহন বিভাগকে হস্তান্তর করা যাবে বলে আশা করা হচ্ছে।

কোচ মেরামতে কারখানার ক্যারেজ সপ, ওয়াগন সপ, পেইন্ট সপ, হুইল সপ, ওয়েল্ডিং সপ, স্মিথি সপ, ফাউন্ড্রি সপ, সিএইচআর সপ, জিওএইচ সপ, এসিটিএল সপ, জিইআর সপের শ্রমিকরা প্রথম রমজান থেকে মেরামতের কাজ শুরু করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা