kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

কোকাকোলার সাথে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক   

৯ মে, ২০১৯ ১৮:১৪ | পড়া যাবে ১ মিনিটেকোকাকোলার সাথে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর

বেভারেজ কুলার নিতে ওয়ালটনের সাথে কোকাকোলার নিজস্ব বোতল প্রস্তুতকারী বহুজাতিক কোম্পানি ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড (আইবিপিএল) একটি চুক্তি স্বাক্ষর করেছে।

ওয়ালটন করপোরেট অফিসে আইবিপিএলের ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মন্ডল এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম প্রতিষ্ঠান দুটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ফিতা কেটে ওয়ালটন কারখানায় প্রস্তুতকৃত কোকাকোলার বেভারেজ কুলারের উদ্বোধন এবং শুভেচ্ছা কেক কাটা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিপিএলের পরিচালক (অপারেশন্স) সুপ্রতীম ঘোষ, ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার, এসএম জাহিদ হাসান, হুমায়ূন কবীর, মোহাম্মদ সিরাজুল ইসলাম, উদয় হাকিম, গোলাম মুর্শেদ, আমিন খান, আন্তর্জাতিক বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিমসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ।

মন্তব্যসাতদিনের সেরা