kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

চট্টগ্রাম বন্দরে ২৪ জাহাজের মিছিল!

কালের কণ্ঠ অনলাইন   

৫ মে, ২০১৯ ১২:২৭ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম বন্দরে ২৪ জাহাজের মিছিল!

ফাইল ফটো

চট্টগ্রাম বন্দরে যেন জাহাজের মিছিল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় ফণীর কারণে ক্ষয়ক্ষতি এড়াতে বন্দরের সব জাহাজকে আগেই বহিনোঙরে পাঠিয়ে জেটি খালি করা হয়। আবহাওয়া আজকে ভালো হওয়ায় সব জাহাজকে পুনরায় বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। একের পর এক ২৪টি বিশাল জাহাজের বন্দরে প্রবেশ যেন জাহাজের মিছিল তৈরি করেছে।

বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া জাহাজগুলো পুনরায় জেটিতে আনার কাজ শুরু হয়েছে আজ রবিবার সকাল আটটা থেকে।

চট্টগ্রাম বন্দরের নিজস্ব পাইলটদের তত্ত্বাবধানে বহির্নোঙর থেকে জাহাজ জেটিতে নিয়ে আসার কাজ শুরু হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৭টি জাহাজ সিসিটি ও এনসিটিতে ভিড়ানো সম্ভব হয়েছে।

জাহাজগুলো জেটিতে নিয়ে আসতে টাগবোট, পাইলট, জনবল ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। জিসিবি, সিসিটি, এনসিটির বাইরে বাকি জাহাজ ভিড়ানো হবে রিভারমুরিং ও স্পেশাল জেটিতে।

মন্তব্যসাতদিনের সেরা