kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

দারুস সালামে কাজী ফার্মস কিচেনের নতুন আউটলেট

কালের কণ্ঠ অনলাইন   

৭ এপ্রিল, ২০১৯ ১৬:১৩ | পড়া যাবে ১ মিনিটেদারুস সালামে কাজী ফার্মস কিচেনের নতুন আউটলেট

রাজধানীর দারুস সালামে অবস্থিত দারুস সালাম টাওয়ার শপিং কমপ্লেক্সে শুরু যাত্রা শুরু করলো কাজী ফার্মস কিচেনের নতুন আউটলেট। গত ৬ এপ্রিল শনিবার গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আনুষ্ঠানিকভাবে আউটলেটের উদ্বোধন করেন ফিরোজ আলম, এজিএম, ফাঞ্চাইজি অপারেশন। 

উদ্যোক্তাদের একজন রেজাউর রহমান রিজভী বলেন, দারুস সালাম এলাকায় মানসম্মত ভালো খাবারের দোকানের স্বল্পতা রয়েছে। সেই দিক বিবেচনা করে দুই বন্ধু জুয়েল ও সালেহকে নিয়ে আমার এই নতুন উদ্যোগ। সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চাই যেন আমরা সকলকে তাদের প্রত্যাশা অনুযায়ী মান বজায় রাখতে পারি।

কাজী ফার্মস কিচেনের নতুন এই আউটলেটে চিকেনের সব ধরণের প্রস্তুতকৃত খাদ্য, ফ্রোজেন আইটেম, আইসক্রিম, সফট ড্রিংকস ও চা-কফির ব্যবস্থা রয়েছে। এছাড়া শিশুদের খেলার জন্য রয়েছে চমৎকার কিডস জোন। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আগামী ১০ এপ্রিল পর্যন্ত এখানে সব ধরণের ফ্রাই ও ফ্রোজেন পণ্যে ২০% মূল্যছাড় থাকবে বলে রেস্টুরেন্ট সূত্রে জানা গেছে। 

মন্তব্য