kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

কালের কণ্ঠ অনলাইন   

৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:৩৮ | পড়া যাবে ১ মিনিটে৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭০০ কোটি টাকা বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্ডের বৈশিষ্ট্য নন-কনভার্টেবল, ফুললি রিডেম্বল ও আনস্ক্রিনড, আনলিস্টেড সাব অর্ডিনেটেড বন্ড, যা ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইসু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।  বন্ডের ট্রাস্টি ও ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার যথাক্রমে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পাটর্নার ইনভেস্টমেন্ট।

মন্তব্যসাতদিনের সেরা