kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ব্যাংক নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৮ ১৩:১৫ | পড়া যাবে ১ মিনিটেব্যাংক নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে

নদীভাঙনে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় এই সহায়তা দেওয়ার জন্য বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ থেকে সার্কুলার জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের পাঠানো হয়। তাতে বলা হয়, ‘সম্প্রতি পদ্মা নদীর ভাঙনে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার প্রায় কয়েক হাজার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ওই এলাকার ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী সীমাহীন দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এ অবস্থায় সিএসআর কর্মসূচির আওতায় ওই উপজেলার ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানের জন্য ব্যাংকগুলোকে অনুরোধ করা যাচ্ছে।’

সার্কুলারে আরো বলা হয়েছে, এসংক্রান্ত ব্যয় ২০১৫ সালের ১০ জুন গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগের সার্কুলারের মাধ্যমে জারি করা রিপোর্টিং ফরমের সোস্যাল প্রজেক্ট বা কমিউনিটি ইনভেস্টমেন্ট খাতের দুর্যোগ ব্যবস্থাপনা উপখাতে দেখানো যাবে।

মন্তব্যসাতদিনের সেরা