kalerkantho

শনিবার । ৩ আশ্বিন ১৪২৮। ১৮ সেপ্টেম্বর ২০২১। ১০ সফর ১৪৪৩

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ডিসেম্বর, ২০১৫ ১৯:০৮ | পড়া যাবে ১ মিনিটেবৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল

সোমবার ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ড. কৌশিক বসু কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এতথ্য জানান।
গভর্নর বলেন, সোমবার রিজার্ভ ২৭ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলারে পৌঁছে। রেমিটেন্স ও রফতানি বাড়ার কারণেই রিজার্ভ বেড়েছে বলে তিনি জানান। এই রিজার্ভ দিয়ে ৭ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।  সাতদিনের সেরা