kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

জামালপুর পৌরসভার বাজেট

জামালপুর প্রতিনিধি   

২১ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০১৮-১৯ অর্থবছরে ১৬৮ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬৮৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে জামালপুর পৌরসভা। গতকাল বুধবার সকালে পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি এই বাজেট ঘোষণা করেন। বাজেটে ১৬৫ কোটি ৬৮ লাখ ১১ হাজার ৪৮২ টাকা ব্যয় দেখানো হয়েছে। উদ্বৃত্ত দেখানো হয়েছে দুই কোটি ৫৭ লাখ ২৩ হাজার ২০৭ টাকা। এবারের বাজেটে উন্নয়ন খাতে সর্বমোট আয় দেখানো হয়েছে ১৫০ কোটি ৬০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১২ কোটি ৬১ লাখ ৯৬ হাজার ৩৩২ টাকা। বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. নুরুল ইসলাম মিন্টু, নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান তালুকদার, প্যানেল মেয়র মো. ফজলুল হক আকন্দ, রাজীব সিংহ সাহা ও সায়মা হামজা সিমি, হিসাবরক্ষক মো. আছাদুজ্জামানসহ কাউন্সিলর ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মন্তব্যসাতদিনের সেরা