kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি চালু হবে কি?

জামালপুর প্রতিনিধি   

৩১ মে, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজামালপুরের ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারটির (ওটি) সাত বছরেও চালু হয়নি। এটি চালু হতে আর কত বছর লাগবে—এ প্রশ্নের উত্তর জানা নেই সংশ্লিষ্টদের। সার্জারি, গাইনি ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞদের ‘অভাবে’ ওটিটি চালু করা যাচ্ছে না বলে জানা গেছে। অথচ অর্ধ কোটি টাকার মতো অত্যাধুনিক যন্ত্রপাতি আছে সেখানে। দীর্ঘদিন অব্যবহৃত থাকলে যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যেতে পারে। জানা যায়, ২০১০-১১ অর্থবছরে স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় ওটি স্থাপন করে স্বাস্থ্য অধিদপ্তর। উদ্দেশ্য ছিল, অন্তঃসত্ত্বাদের জরুরি চিকিৎসাসেবা দেওয়াসহ জটিল রোগীদের অপারেশন। ওটিতে টেবিল, বেড, অক্সিজেন সিলিন্ডার, অপারেশন লাইট, অ্যানেসথেসিয়া মেশিন, সাকশন ইউনিট মেশিন, রক্ত সরবরাহ মেশিন, ডায়াথার্ম মেশিন, স্বয়ংক্রিয় ভোল্টেজ স্টাবিলাইজার থেকে শুরু করে প্রয়োজনীয় সব যন্ত্রপাতিই আছে। এর মধ্যে কিছু আলমারিতে পড়ে আছে, অন্যগুলো বাক্সবন্দিই রয়ে গেছে। ফলে ওটিটি স্থাপনের উদ্দেশ্যই বিফলে যেতে বসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম শহিদুর রহমান বলেন, ‘অত্যাধুনিক যন্ত্রপাতির এই ওটি নিয়ে খুব বিব্রতকর অবস্থায় আছি।

 

মন্তব্যসাতদিনের সেরা