kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

গভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১০ মে, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের ভালুকায় জঙ্গিবাদ, মাদক, যৌন হয়রানি, বাল্যবিয়েসহ সামাজিক অনাচার রোধে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় মাজার ও খানকা শরিফের তত্ত্বাবধায়করা উপস্থিত ছিলেন। ইসলামী ফাউন্ডেশনের উপজেলা শাখা সভাটির আয়োজন করে। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ কামাল, মাওলানা কুতুব উদ্দিন, পীরজাদা ইলিয়াস আহাম্মেদ সিদ্দিকী প্রমুখ। ফাউন্ডেশনের বিভাগীয় মাস্টার ট্রেইনার দেলুয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন। পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনম মাহফুজুল হক। একই দিন গফরগাঁওয়ে মাজার ও খানকা শরিফের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের হলরুমে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. শামীম রহমান। ইমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন আসাদি, শাহজাহান মণ্ডল, মুনসুর আলী, মাওলানা মহসিন আহম্মেদ, আহসান হাবিব জুলমতি প্রমুখ।

মন্তব্য