kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

ত্রিশালে নদীতে ভাসছিল দুই নবজাতকের লাশ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১০ মে, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমঙ্গলবার বিকেল। ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নওধার এলাকায় সুতিয়া নদীতে ভাসছিল দুই নবজাতকের লাশ। তবে লাশ দুটির পরিচয় মেলেনি।

খবর পেয়ে উত্সুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। অনেকেই মোবাইল ফোনে ছবি তুলে তা ফেসবুকে আপলোড দেয়। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়। লাশ দুটির একটি ছেলের হলেও অন্যটি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পরে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গেলেও লাশ দুটি উদ্ধার করতে পারেনি। লাশ দুটি ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে ত্রিশাল থানার সেকেন্ড অফিসার চান মিয়া বলেন, ‘দুই নবজাতকের লাশের বিষয়ে আমাদের কেউ জানায়নি। তবে বিষয়টি ফেসবুকে দেখার পর ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও কোনো লাশ পাওয়া যায়নি।’

মন্তব্যসাতদিনের সেরা