মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-সিলেটের সাবেক চেয়ারম্যান, বিয়ানীবাজার তথা পঞ্চখণ্ডের শিল্প-সংস্কৃতি-রাজনীতি জগতের অগ্রণী ব্যক্তিত্ব অধ্যাপক একেএম গোলাম কিবরিয়াকে নিয়ে প্রকাশিত হয়েছে সম্মাননা গ্রন্থ 'উৎসারিত আলো'।
আজিজুল পারভেজ সম্পাদিত এ গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশনা বৃহস্পতিবার, বিকেল ২ টায় বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
এছাড়া অনুষ্ঠানে গোলাম কিবরিয়াকে নিয়ে সৈয়দ মুনজের হোসেন বাবু নির্মিত 'সেলিম এই শহরে এসেছিল' বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হবে।
অনুষ্ঠানে সবার সানন্দ উপস্থিতি কামনা করেছেন আয়োজক প্রতিষ্ঠান পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সাহেদ আহমদ।
মন্তব্য