kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

শেষ শুক্রবার বইমেলায় উপচেপড়া ভিড়

কালের কণ্ঠ অনলাইন   

২৮ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:২৯ | পড়া যাবে ১ মিনিটেশেষ শুক্রবার বইমেলায় উপচেপড়া ভিড়

অমর একুশে গ্রন্থমেলা এবার সেজেছিল ভিন্নমেলায়। বিস্তর জায়গা। মেলায় এবার আগত পাঠকেরা যেন নিঃশ্বাস নিতে পারছিলেন বুকভরে। দুপুর থেকে শুরু হওয়া মেলায় ভাঙনের সুর বেজে ওঠে নয়টা বাজলেই।

সপ্তাহের শেষ শুক্রবারে পাঠক ও বইয়ের ক্রেতারা মেলায় ভিড় করেছিলেন বেশ। কানায় কানায় ভরে ওঠে মেলা সকাল থেকেই। পাঠকেরা এসে বই কিনে ঘুরে ফিরে বেড়াচ্ছিলেন, আড্ডা দিচ্ছিলেন, খাচ্ছিলেন চলে যাচ্ছিলেন। এবারের আড্ডায় যেমন জমে উঠছিল বন্ধু বান্ধবদের কোলাহল মুখর সময় তেমনই বিস্তীর্ণ মেলায় খণ্ড খণ্ড জটলাগুলোও ছিল চোখে পড়ার মতো। 

শুক্রবার সকাল থেকে ভিড় হলেও দুপুরের পর পাঠক ও ক্রেতাদের ভিড় উপচে পড়ে। বইমেলার সকল প্রবেশ গেটে লাইন দিয়ে আগতরা ঢুকতে শুরু করে। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের প্রত্যকেটি স্টল ও প্যাভিলিয়নে ক্রেতাদের সামলাতে হিমশিম খাচ্ছিল বিক্রতারা।

আগামীকাল শনিবার এবারের অমর একুশে গ্রন্থমেলার পর্দা নামবে। এবারের মেলায় শুরুর দিকে পাঠকদের উপস্থিতি কম দেখা গেলেও মেলার শেষবেলায় ক্রমেই ভিড় বেড়ে বাড়তে দেখা যায়।

মন্তব্যসাতদিনের সেরা