kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

একুশে বইমেলায় এলো ড. মোহাম্মদ জহুরুল ইসলামের 'বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি'

কালের কণ্ঠ অনলাইন   

২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০৯:০৫ | পড়া যাবে ১ মিনিটেএকুশে বইমেলায় এলো ড. মোহাম্মদ জহুরুল ইসলামের 'বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি'

একুশে গ্রন্থমেলায় এসেছে ড. মোহাম্মদ জহুরুল ইসলামের 'বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি'। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গ্রন্থটি রচনা করেছেন তিনি। বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। বইমেলার প্যাভিলিয়ন #১-এ বইটি পাওয়া যাবে। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগে অধ্যাপনা করছেন। জামালপুর জেলার উত্তরাঞ্চল সানন্দবাড়ীর এই মানুষটি 'মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু গবেষক' হিসেবে পরিচিতি পেয়েছেন। গবেষণামূলক এই বইটির দাম ১৫০০ টাকা। 

লেখক জানান, দীর্ঘদিনের গবেষণার ফসল এই বই। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির ইতিহাস জানানোর উদ্দেশ্যেই তিনি এ গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থে দক্ষিণ এশিয়ার, সমাজতান্ত্রিক বিশ্বের সাথে বঙ্গবন্ধুর কূটনৈতিক সম্পর্ক বিষয়ে আলোচনা রয়েছে। এছাড়া জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতিলাভে বঙ্গবন্ধুর কূটনীতিক প্রচেষ্টার বিষয়গুলো এ গ্রন্থের মূল আলোচিত বিষয়। ইতোমধ্যে তার লেখা 'স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর বগুড়া' এবং 'প্রতিরাধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস ' ইতিহাসবিদদের প্রশংসা কুড়িয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা