kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

মেলা শেষের আগে বন্ধুদের আড্ডায় সুরের ঝংকার

কালের কণ্ঠ অনলাইন   

২৬ ফেব্রুয়ারি, ২০২০ ২০:৪১ | পড়া যাবে ১ মিনিটেমেলা শেষের আগে বন্ধুদের আড্ডায় সুরের ঝংকার

অমর একুশে গ্রন্থমেলা এবার সেজেছিল ভিন্নমেলায়। বিস্তর জায়গা নেই মেলায় এবার আগত পাঠকেরা যেন নিঃশ্বাস নিতে পারছিলেন বুকভরে। দুপুর থেকে শুরু হওয়া মেলায় ভাঙনের সুর বেজে ওঠে ৯টা বাজলেই। 

পাঠক ও বইয়ের ক্রেতারা মেলায় এসে বই কিনে ঘুরে ফিরে বেড়াচ্ছিলেন, আড্ডা দিচ্ছিলেন, খাচ্ছিলেন চলে যাচ্ছিলেন। এবারের আড্ডায় যেমন জমে উঠছিল বন্ধু বান্ধবদের কোলাহল মুখর সময় তেমনই বিস্তীর্ণ মেলায় খণ্ড খণ্ড জটলাগুলোও ছিল চোখে পড়ার মতো। এসব আড্ডা থেকেই কখনো ভেসে আসে সুর। 

বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের উত্তরদিকের 'লেখক বলছি' মঞ্চের কাছে বেশ খানিকটা সবুজ ফাঁকা জায়গা। বইমেলার প্রতিদিন শেষদিকে জমে ওঠে গানের আসর। মূলত বন্ধুদের আড্ডাতেই এই আসর প্রাণ পায়। কখনো ভেসে আসে 'আমি তোমাকেই বলে দেব, কী যে একা দীর্ঘরাত ... 'কখনো বা যেখানেই থাকো তুমি, যাও যতদূর ...'

মেলা শেষ হ ওয়ার আগে যেন সুরের ঝংকারে মেতে 'লেখক বলছি' চত্বর। আর ক'টা দিন, তারপর মেলা শেষ, সুর মিলিয়ে যাবে ...

মন্তব্যসাতদিনের সেরা