kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

মেলায় নুসরাত জাহানের একজন পাণ্ডুলিপি বলছি

কালের কণ্ঠ অনলাইন   

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:২৬ | পড়া যাবে ২ মিনিটেমেলায় নুসরাত জাহানের একজন পাণ্ডুলিপি বলছি

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে নুসরাত জাহানের কবিতার বই  'একজন পাণ্ডুলিপি বলছি'। বইটির প্রকাশক নির্বাণ। বইটি পাওয়া যাবে লিটল ম্যাগ চত্বরে, ৪১নং স্টলে। তার প্রথম বই এটি।

পাণ্ডুলিপি কি কথা বলতে পারে? হ্যাঁ। প্রতিটি পাণ্ডুলিপি কথা বলে নিজের, সমাজের ও রাষ্টেরও। নুসরাতের কবিতাও বলে কল্পনা ও বাস্তবতার অন্যরকম একটা জগতের কথা। সহজ ও সাবলীল ভাষায় তিনি তুলে ধরেন তার চোখের দেখা ও প্রাণের কথা।

প্রথম বই প্রকাশের অনুভূতি প্রকাশ করে তরুণ কবি নুসরাত জাহান বলেন, 'আমি বলি, আমার সৃষ্টিই আমার প্রতিচ্ছবি। আমি কবিতাপ্রেমী, কবিতার বুননশিল্পী। আমার কল্পনা এবং বাস্তবের মাঝামাঝি অনুভূতি নিয়েই বুনেছি একগুচ্ছ কবিতা।'

নুসরাত জাহান আরও বলেন, 'জীবনের প্রতিটি সময়, মূহূর্তেই থাকে ভালো খারাপ দুটোরই মিশ্রণ। থাকে বাস্তব-অবাস্তব নানা ধাঁচের কল্পনা, থাকে নিজের সাথেই সংমিশ্রণে আরেক জগতের আল্পনা। এমন কিছু সময়েই নিজের ভেতরে আপন মনে কবিতার মতো কথোপকথনের অস্তিত্ব টের পাই। হাসি-কান্না, দুঃখ-বিদ্বেশ, ছলনা-উচ্ছ্বাস, আশা-আকাঙখা সব জেনো কবিতায় নিজের নিজের ভিন্নরকম রঙ খুঁজে পায়। প্রতিটা কবির কাছেই কিনা জানিনা, আমার নিজের চোখে আমার কবিতাগুলো একেকটা একেক রঙের। আবার কিছু কিছু একটার ভেতরেই অনেক রঙ্গে রঙ্গিন।'

মন্তব্যসাতদিনের সেরা