kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

‘নভেরার রূপ’ বইমেলায়

কালের কণ্ঠ অনলাইন   

১১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৩৫ | পড়া যাবে ২ মিনিটে‘নভেরার রূপ’ বইমেলায়

উপমহাদেশের প্রথম প্রজন্মের কিংবদন্তী ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে শিল্প সমালোচনার বই ‘নভেরার রূপ’ এসেছে বইমেলায়।

বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। লিখেছেন কবি ও প্রাবন্ধিক সাখাওয়াত টিপু।

কী আছে নভেরাকে নিয়ে লেখা বইটিতে? প্রথমত নভেরার আত্মপরিচয়! শিল্প কিভাবে একজন শিল্পীর আত্মপরিচয় নির্মাণ করেন, তার সুলুক সন্ধান। দ্বিতীয়ত, নভেরার জীবনের সঙ্গে তার সহজাত শিল্পের তুলনামূলক সমালোচনা বইয়ে আছে। শিল্পের তাত্ত্বিক পাটাতনে নন্দন রূপ খুঁজেছেন লেখক সাখাওয়াত টিপু।

তৃতীয়ত, শহীদ মিনারের নকশা প্রণয়নে নভেরার ভূমিকা কি ছিল, আছে তার বয়ান। খণ্ডিত ইতিহাস নিয়ে প্রশ্ন তুলেছেন লেখক। বইটির ভাষা বাংলা ও ইংরেজি।

বাংলাদেশের শিল্পচর্চার ইতিহাসে নভেরা আহমেদ এর মতো আলোচনা আর কাউকে নিয়ে সাম্প্রতিক সময়ে হয়নি। জীবনের অনেকটা সময় লোকচক্ষুর অন্তরালে থাকা এই ভাস্করকে নিয়ে আগ্রহের কমতি নেই। তার শিল্পকর্ম থেকে শুরু করে ব্যক্তিজীবন- সমান কৌতূহল উদ্দীপক।

১৯৩৯ এ জন্ম নেওয়া এবং ২০১৫ তে মৃত্যুবরণ করা এই শিল্পীকে কেবল বয়স বা সময়ের সীমারেখায় বিবেচনা করলে তাকে জানা যাবে না। নভেরাকে এবং তার শিল্পকর্মকে জানতে ও বুঝতে সহায়তা করবে ‘নভেরার রূপ’ বইটি।

ভাস্কর্য শিল্পের গঠন, রূপ, রূপক আর নন্দন্তাত্ত্বিক বয়ানে বইটি অনন্য। নভেরার ম্যুরাল অবলম্বনে প্রচ্ছদ করেছেন শিল্পী এস এম সাইফুল ইসলাম।

বইটিতে সংযোজিত হয়েছে সমকালীন ৮ জন শিল্পীর আঁকা নভেরার পোর্ট্রেট।

বইটির মুল্য ৩০০ টাকা। বইটি একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে আদর্শ প্রকাশনার ৫৪৫, ৫৪৬, ৫৪৭ নম্বর স্টলে।

মন্তব্যসাতদিনের সেরা