kalerkantho

শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি               

জলে-স্থলে দুর্দান্ত গতিতে চলে এই উভচর গাড়ি (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

৯ আগস্ট, ২০১৮ ১২:১৪ | পড়া যাবে ২ মিনিটেজলে-স্থলে দুর্দান্ত গতিতে চলে এই উভচর গাড়ি (ভিডিও)

ছবি অনলাইন

রাস্তায় চলতে চলতে গাড়ি যদি হঠাৎ পানিতে নেমে দুর্দান্ত গতিতে চলতে থাকে তাহলে কে না অবাক হবে? তেমনই এক অবাক করা গাড়ি তৈরি করেছে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান ওয়াটারকার। তাদের প্যানথার নামে একটি গাড়ি এক্ষেত্রে সবাইকে অবাক করে দিয়েছে।

স্থলভাগে যথেষ্ট গতিতে চলে এই ফোর হুইল ড্রাইভ গাড়ি। দেখতেও জিপ গাড়ির মতোই। কিন্তু মজার ব্যাপার হলো, গাড়িটি চলতে চলতে পানিতে নেমে যেতে পারে। এরপর পানিতে চলার উপযোগী করতে এর সময় লাগে মাত্র তিন সেকেন্ড। এ সময়ের মধ্যেই এটি চাকা গুটিয়ে ফেলে এবং পানিতে চলার উপযোগী হয়ে যায়। আবার তিন সেকেন্ড সময়েই এটি স্থলভাগে চলার উপযোগী হয়ে যায়।

পানিতে দুর্দান্ত গতিতে চলতে পারে এ ওয়াটারকার। বিভিন্ন জলযানকেও হারিয়ে দিতে পারে গতিতে। রীতিমতো ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে চলতে পারে এটি, যা রীতিমতো অন্যান্য জলযানের জন্য স্বপ্নের মতো।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, দমকল বাহিনী কিংবা পর্যটন বা বিনোদনের কাজে এ গাড়ি অত্যন্ত উপযোগী। মার্কিন প্রতিষ্ঠানের নির্মিত ওয়াটারকারের মূল্য এক লাখ ৩৯ হাজার ডলার থেকে শুরু।

ভিডিওতে দেখুন পানিতে গাড়িটির দুর্দান্ত গতি-

মন্তব্যসাতদিনের সেরা