kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

বিশ্বের সর্বকনিষ্ঠ বাইকারের দারুণ দক্ষতা (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১ জুলাই, ২০১৮ ১৫:৪৭ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বের সর্বকনিষ্ঠ বাইকারের দারুণ দক্ষতা (ভিডিও)

ছবি অনলাইন

মাত্র দুই বছর বয়স থেকেই মোটরসাইকেল চালানোর ব্যাপারে দারুণ আগ্রহী হয়ে ওঠে টিমা কুলেশভ। ইউক্রেনে জন্মগ্রহণকারী এ শিশুর বয়স এখন পাঁচ বছর।

এ বয়সেই সে মোটরসাইকেল চালনায় যে দক্ষতা অর্জন করেছে তা বহু বড়মানুষই পারে না। ব্যালেন্স বাইক রেসিংয়ে কুলেশভ ইতোমধ্যেই পুরস্কার অর্জন করেছে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তার দক্ষতাও বাড়ছে মোটরসাইকেলে।

তবে বড়দের মোটরসাইকেল নয়, ছোটদের জন্য তৈরি বিশেষ ধরনের মোটরসাইকেলই চালায় কুলেশভ। বাবা-মা তাকে নিরুৎসাহিত করে না। সর্বদাই উৎসাহ দেয়। আর এতেই সে ক্রমে দক্ষতা অর্জন করেছে এতে। এসব শেখার জন্য বাবা-মা কুলেশভকে কখনোই বাড়তি চাপ দেয়নি। তার যখন ইচ্ছা তখনই সে শুধু অনুশীলন করে।

ইউটিউবে কুলেশভের একটি চ্যানেল আছে। সেখানেই আপলোড করা হয় তার বিভিন্ন স্ট্যান্ট। ভিডিওতে দেখুন কুলেশভের বাইক চালনা-

 

মন্তব্যসাতদিনের সেরা