kalerkantho

শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি               

লাখো মানুষের জীবন রক্ষায় জাতিসংঘ সড়ক রক্ষা তহবিল

কালের কণ্ঠ অনলাইন   

১৭ এপ্রিল, ২০১৮ ১৩:৫৭ | পড়া যাবে ১ মিনিটে লাখো মানুষের জীবন  রক্ষায় জাতিসংঘ সড়ক রক্ষা তহবিল

প্রতিবছর বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনায় লাখো ড্রাইভার, আরোহী ও পথচারী নিহত হন। আর এইসব জীবন রক্ষার্থে ও দুর্ঘটনায় ক্ষতি পুষিয়ে দিতে একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে জাতিসংঘ। এর নাম দেওয়া হবে-ইউএন রোড সেফটি ফান্ড বা জাতিসংঘ সড়ক রক্ষা তহবিল। 

জাতিসংঘের এই পদক্ষেপকে সময়োচিত একটি স্পর্শকাতর পদক্ষেপ বলে মন্তব্য করে সম্পাদকীয় লিখেছে আরব আমিরাতের জাতীয় পত্রিকা গাল্ফ টুডে। রবিবার ওই পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে, বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ১০ লাখ ৩০ হাজার ড্রাইভার, আরোহী ও পথচারী সড়ক দুর্ঘটনায় নিহত হন। এবং এই ঘটনা খুবই উদ্বেগজনক বিষয়।  

সম্পাদকীয়তে আরো বলা হয়, ইউরোপে জাতিসংঘের তথ্য কমিশনের তথ্যানুযায়ী, ওই ট্রাষ্ট ফান্ডের দেড় হাজার ডলার সড়ক দুর্ঘটনায় একজনের জীবন ও ১০ জন গুরুতর আহত ব্যক্তিকে রক্ষায় অবদান রাখবে।আর সড়কের নিরাপত্তায় ৫১ হাজার ডলার বিনিয়োগ হবে।

এ বিষয়ে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারী জেনারেল আমিনা মোহাম্মদ জানান, এই প্রকল্প সড়ক দুর্ঘটনায় বিশ্বের লাখো মানুষের মুল্যবান জীবন রক্ষার্থে বিশেষ অবদান রাখবে। 

সূত্র: এমিরেটস ২৪/৭ নিউজ 


 

 

মন্তব্যসাতদিনের সেরা