শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি
ছবি অনলাইন
লন্ডনের ধনী পরিবারের সন্তানেরা অনেকেই টাকা ওড়ানোর অদ্ভুত পন্থা বের করেছেন। গাড়ির পেছনে তারা স্থাপন করেছেন টাকা ওড়ানোর বিশেষ ডিভাইস।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে টাকা ওড়ানোর সেই গাড়ির ভিডিও আপলোড করা হয়েছে।
তাতে দেখা যায়, বিশেষভাবে তৈরি করা সেই গাড়িটি যখন চলা শুরু করে তখন তার পেছনে দুইপাশ থেকে বের হয় ডলার।
ফেরারি গাড়িটিতে এক লাখ ডলারের কাগুজে মুদ্রা আটকে দেওয়া হয়। এরপর গাড়িটি যখন চলা শুরু করে তখন তা থেকে টাকাগুলো বের হয়ে আসে।
ভিডিওতে দেখুন সেই গাড়িটি-
মন্তব্য