ছবি অনলাইন
মূল্যবান একটি বিএমডাব্লিউ গাড়ি চুরি করতে চোরের সময় লাগে মাত্র ৫০ সেকেন্ড। আর এ ঘটনাটি ঘটে সিসিটিভি ক্যামেরার সামনেই। সম্প্রতি এমন ঘটনারই ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে উত্তর লন্ডনে। সেখানে পার্ক করে রাখা গাড়িটি অত্যাধুনিক কিলেস প্রযুক্তির ছিল। আর সে প্রযুক্তিকেই হ্যাক করে চোরেরা।
বর্তমানে গাড়ির যতই আধুনিক প্রযুক্তি থাকুক না কেন, তার দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলার মতো প্রযুক্তিও তৈরি হয়ে যাচ্ছে। এসব প্রযুক্তি এমনকি গাড়ির সর্বাধুনিক প্রযুক্তিও ভেঙে ফেলে।
চুরি যাওয়া বিএমডাব্লিউ গাড়িটির মালিক জানান, তিনি একমাস আগে ৫০ হাজার পাউন্ডের গাড়িটি কেনেন। তবে গ্যারেজ থেকেই গাড়িটি চুরি হয়ে যায়।
সূত্র : ডেইলি মেইল
মন্তব্য