kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

তারকার ঈদ

ঈদে বাড়ি যেতে চাই

জান্নাতুল ফেরদৌস ঐশী, মডেল

২০ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঈদে বাড়ি যেতে চাই

গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া কিশোরী মেয়েটির জীবন এক বছরে আমূল বদলে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি আরো একটি বিশাল পরীক্ষা দিতে হয়েছে তাঁকে। ২০১৮ সালের মিস ওয়ার্ল্ডের ৬৮তম আসরে প্রথম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে ফাইনালে অংশ নেন। পিরোজপুরের মাটিভাঙার এই মেয়েটি জান্নাতুল ফেরদৌস ঐশী। মিস ওয়ার্ল্ডের আসর থেকে ফিরে এসে বছরজুড়েই ব্যস্ত সময় পার করছেন ঐশী। নতুন ছবির শুটিং প্রায় শেষের পথে। ঈদ কোথায় করবেন জানতে চাইলে ম্লান হেসে বললেন, ‘বাড়ি যেতে চাই। পরিবার আর গ্রামের সবাইকে খুব মিস করি। বিশেষ করে দাদিকে। বাড়িতে থাকতে তাঁর দেখাশোনা আমিই করতাম। শহরের কিছুই আমার ভালো লাগে না। অথচ কাজের চাপে এখানেই থাকতে হচ্ছে। ঈদের কয়টা দিন তাই শহরের চাকচিক্য ভুলে গ্রামে নিজের বাড়িতে যাব।’ জিজ্ঞেস করলাম, ঈদের কেনাকাটার খবর কী? জানালেন, শপিং মল ঘুরে ঘুরে কেনাকাটা খুবই অপছন্দ। তবু কেনাকাটা তো করতেই হবে। ব্যস্ততার পরও নিজের আয়ে এবার পরিবারের সবার জন্য ঈদ শপিং করবেন। কেনাকাটা অপছন্দ হলেও নতুন জামা ঐশীর খুবই পছন্দ। অনেক নতুন জামা সংগ্রহে থাকলে ঐশীর মন ভালো হয়ে যায়। পরিবারের সবার ছোট হিসেবে ঈদের দিন সবার কাছ থেকে সালামি নেবেন ঐশী। মা আর কাকির হাতের রান্না খুব মিস করেন। ঈদের কয়টা দিন পেট আর মন ভরে খাবেন। ভাই-বোনদের সঙ্গে এখানে-সেখানে বেড়াবেন। খুশি খুশি উজ্জ্বল মুখে বললেন, ‘শুটিংয়ের মতো শিডিউলে আটকাতে চাই না ঈদের ছুটিটাকে। নিজের গ্রাম আর পরিবারের মানুষগুলোর কাছে যেতে পারলেই আমি খুশি। যখন যা খুশি করব। এই আমার ঈদের খুশি।’

কথা বলেছেন : মারজান ইমু

 

মন্তব্যসাতদিনের সেরা