kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

অন্তর্জালে ফ্যাশন

দেশে বা দেশের বাইরে কী চলছে ফ্যাশন ট্রেন্ড—আঙুলের স্পর্শেই জানা যায় সব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রয়েছে তারকাদের চলতি ফ্যাশনের খবর

৬ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগ্রীষ্মের রোদে স্বস্তি রোদচশমায়। চারকোনা মোটা ফ্রেমের রঙিন রোদচশমার সঙ্গে হালকা রঙের ফ্লোরাল মোটিফের পোশাক। মেটালের ছিমছাম গয়নার সঙ্গে কানে ফুল গুঁজে সতেজ তিশা।

 

নিজ দল কলকাতা নাইট রাইডার্সের খেলায় প্রায়ই গ্যালারিতে দেখা গেছে তাঁকে। গরমে সাদা টি-শার্টের সঙ্গে রোদচশমায় গ্ল্যামারাস শাহরুখ।

 

শুটিংয়ের ফাঁকে ম্যাচিং ওয়েফেরা সানগ্লাসে সেলফিতে উচ্ছল বাঁধন ও সজল।

মন্তব্য