kalerkantho

যত্নে থাকুক লিপস্টিক, নেইলপলিশ

রূপচর্চার পাশাপাশি রূপচর্চার জিনিসগুলোরও নিয়মিত যত্ন নেওয়া দরকার। না হলে নষ্ট হয়ে যেতে পারে। উপায় জানিয়েছেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। লিখেছেন মোনালিসা মেহরিন

১ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযত্নে থাকুক লিপস্টিক, নেইলপলিশ

গরমে ত্বকের বাড়তি যত্ন নিতে হয়। এর পাশাপাশি ত্বকের জন্য উপকারী জিনিসগুলোরও নিয়মিত যত্ন নেওয়া দরকার। ঠিকঠাকমতো লিপস্টিক, নেইলপলিশ ব্যবহার করতে না পারলে অল্প দিনেই নষ্ট হয়ে যেতে পারে। এসব নষ্ট পণ্য ব্যবহারে ত্বকে অ্যালার্জিসহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে। অবহেলায় দীর্ঘদিন লিপস্টিক পড়ে থাকলে তাতে ফাঙ্গাস জন্ম নেয়। এটা ত্বকের সংস্পর্শে এলে ত্বকে নানা সমস্যা তৈরি করে। জেনে নিন কিভাবে লিপস্টিক, নেইলপলিশের যত্ন নিতে হবে।

♦    লিপস্টিক, নেইলপলিশ শুষ্ক ক্যাবিনেটে রাখতে হবে।

♦    যেনতেন ব্র্যান্ডের কম দামি লিপস্টিক ও নেইলপলিশ ব্যবহার করা যাবে না। এতে ব্যবহূত নিম্নমানের বাসায়নিক ত্বকের ক্ষতির কারণ হতে পারে।

♦    প্রতিবার ব্যবহার শেষে অবশ্যই ভালো করে লিপস্টিক, নেইলপলিশের মুখ বন্ধ করতে হবে।

♦    শিশুদের কাছ থেকে লিপস্টিক, নেইলপলিশ দূরে রাখতে হবে।

♦    অনেকেই হাতের আঙুলে নিয়ে তারপর ঠোঁঠে লিপস্টিক মাখেন। এটা করা যাবে না।

♦    লিপস্টিক কিংবা নেইলপলিশের মোড়কে ব্যবহারের নিয়ম দেওয়া থাকে। কেনার পর অবশ্যই এটা দেখে সেভাবেই ব্যবহার করুন।

♦    অতিরিক্ত তাপ কিংবা ঠাণ্ডা থেকে লিপস্টিক, নেইলপলিশ দূরে রাখতে হবে।

♦    প্রতিবার লিপস্টিক কিংবা নেইলপলিশ ব্যবহারের আগে ঠোঁঠ ও হাত ভালো করে ধুয়ে নিন। নইলে অপরিচ্ছন্ন ঠোঁঠ কিংবা হাতের ময়লা লিপস্টিকে গেলে গুণগত মান নষ্ট হবে। অপরিচ্ছন্ন লিপস্টিক ব্যবহারে ত্বকেরও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

♦    বাইরে বের হওয়ার সময় লিপস্টিক, নেইলপলিশ অবশ্যই ওয়াটারপ্রুফ ব্যাগে ভরে নিন। নইলে কোনো কারণে ব্যাগ ভিজে লিপস্টিক, নেইলপলিশ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

♦    নেইলপলিশ আঙুলে ব্যবহারের সময় প্রতিবার মুখ বন্ধ করে রাখতে হবে। নইলে বাতাসের সংস্পর্শে এসে নেইলপলিশ জমাট বেঁধে যেতে পারে।

♦    কসমেটিকস ঠিক রয়েছে কি না বোঝার জন্য গন্ধ শুঁকে দেখুন। গন্ধ ঠিকঠাক না থাকলে সেটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

♦    লিপস্টিক লাগানোর আগে অবশ্যই ঠোঁঠের মরা চামড়া তুলে ফেলতে হবে। নইলে মরা চামড়া লিপস্টিকে লেগে পরবর্তী সময়ে ইনফেকশন ঘটাতে পারে।

 

মন্তব্য