kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

সালমান স্টাইল

ফ্যাশন আর স্টাইলে সালমান শাহ এগিয়ে ছিলেন সময়ের চেয়ে। তার স্টাইল এত বছর পরও চর্চার বিষয়

১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসালমান স্টাইল

ফ্যাশনে হুডির চল সমকালীন হলেও সালমানের গায়ে হুডি উঠেছে নব্বইয়ের দশকের শুরুতে। ‘রিপড’ বা ‘ডিসট্রেসড’ মানে ছেঁড়া জিন্সের ফ্যাশনও পুরনো করে দিয়েছিলেন তিনি। আংটি, সানগ্লাস, ব্রেসলেট, ঘড়ি—যেখানে যেমন দরকার, তেমন অনুষঙ্গ ব্যবহার করেছেন। আপাদমস্তক ফ্যাশনমনস্ক ছিলেন সালমান

 

সালমানের চুল সামনের দিকে কমে যেতে শুরু করলে সেটা নিয়ে মজা করতেন নিজেই। তবে সেই কমতি ঢেকে দিয়েছেন টুপি, ক্যাপ, হ্যাট, স্কার্ফ, ব্যান্ডানার স্টাইলে

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা