kalerkantho

বুধবার। ১৯ জুন ২০১৯। ৫ আষাঢ় ১৪২৬। ১৫ শাওয়াল ১৪৪০

কখন কোথায় কী

৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেকখন কোথায় কী

জারা’স বিউটি লাউঞ্জ

মূল্যছাড়

দেশীদশ

নতুন বছরের শুরুতে দেশীদশের চারটি আউটলেটে বার্ষিক বিশেষ মূল্যছাড় চলছে। দেশীদশের বসুন্ধরা সিটি শপিং মল, গুলশান, চট্টগ্রাম ও সিলেট আউটলেটে এই সুবিধা পাবেন। সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে পছন্দের পোশাক ও অন্যান্য পণ্য কেনা যাবে। অফার চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়া নিয়মিত আয়োজন থাকছে দেশীদশের সব আউটলেটে। যোগাযোগ : ০১৭৫৫ ৬৮০১৩২

 

কে ক্রাফট

নতুন বছরে কে ক্রাফট দিচ্ছে বিশেষ অফার। সব শো-রুমে নানা ধরনের পোশাকে ২০ শতাংশ ছাড় পাবেন। অফার চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ঘরে বসেও ছাড়ে পছন্দের পণ্যটি পেতে হলে ভিজিট করতে হবে কে ক্রাফট অনলাইন স্টোর kaykraft.com-এ। যোগাযোগ : ০১৯২২ ১১৭৪২১

 

জেন্টল পার্ক

জেন্টল পার্কে চলছে সারপ্রাইজ মূল্যছাড় সুবিধা। সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড়ে কেনাকাটার সুযোগ থাকছে। এর আওতায় শীতের অন্যান্য পোশাকের পাশাপাশি ব্লেজার ক্রয়ের সুযোগও পাবেন। অফার চলবে জানুয়ারি মাসজুড়ে। ওয়েবসাইট : http://www.gentlepark.পড়স

 

জারা’স বিউটি লাউঞ্জ

ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার কাট, বডি ম্যাসাজ, বডি সাইনিং, ফেয়ার পলিশসহ সব ধরনের সেবার ওপর জারা’স বিউটি লাউঞ্জ দিচ্ছে ৪০ শতাংশ ছাড়। অফার চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। যোগাযোগ: বাড়ি-৩৫, রোড-২, লেভেল-৬, ধানমণ্ডি, ঢাকা।

ফোন : ০১৭০৮ ৫২৭৬৫৯

 

 

পোশাক

ক্যাটস আই

শীতে পার্টিতে পরার উপযোগী পোশাক এনেছে ক্যাটস আই। থাকছে প্রিন্সকোট ও জ্যাকেটের প্রিমিয়াম কালেকশন। হোম ডেলিভারি সুবিধাসহ পণ্যের বিস্তারিত ও শপিংয়ের জন্য ঢুঁ মারতে পারেন ওয়েবসাইটে : www.catseye.com.bd। 

 

যোগী

শীত মৌসুম উপলক্ষে ফ্যাশন হাউস যোগী এনেছে নতুন নকশার ফুলস্লিভ টি-শার্ট, পলো শার্ট ও সোয়েটার। এ ছাড়া এখানে সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, টি-শার্ট ও শিশুদের পোশাক পাওয়া যাবে। খুচরার পাশাপাশি পাইকারি কেনা যাবে এসব পোশাক। যোগাযোগ : দোকান-৩৪ (নিচ তলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। ফোন : ০১৭১৬ ৫৮১০৭৭

 

আর্টিজান

আরামদায়ক কাপড়ে নানা রং ও নকশার জ্যাকেট এনেছে  আর্টিজান। এ ছাড়া এখানে পাবেন নতুন নকশার শার্ট, পোলো শার্ট ও টি-শার্ট। খুচরার পাশাপাশি পাইকারিও কেনা যাবে। যোগাযোগ : ৮১/৮২ (দ্বিতীয় তলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। ফোন : ০১৯২৯ ২৫৪৬৯১

 

ট্রাস্ট মার্ট

বিশ্বসেরা জনপ্রিয় সব ব্র্যান্ডের প্রডাক্ট এক ছাদের নিচে নিয়ে এসে সুনাম কুড়িয়েছে ট্রাস্ট মার্ট। এই বিয়ের মৌসুমে ট্রাস্ট মার্টে পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভ শেরোয়ানি, পাঞ্জাবি, পাগড়ি, নাগরা, গাউন, লেহেঙ্গা, সালোয়ার-স্যুট, স্যুট-কোটসহ আরো অনেক কিছু। পাচ্ছেন আন্তর্জাতিক ব্র্যান্ডের শার্ট, টি-শার্ট, জিন্স, গ্যাবার্ডিন, সালোয়ার-কামিজ, কুর্তি, জিন্স, টপস, প্লাজো, ওড়না, ফতুয়া, জুতা, অর্নামেন্টসহ বিভিন্ন ফ্যাশন অ্যাকসেসরিজ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৭ নম্বর প্যাভিলিয়নে মিলবে ট্রাস্ট মার্টের পণ্য। যোগাযোগ : লেভেল-জিএফ, দোকান নম্বর ১৮, ১৯, ২০ (গ্রাউন্ড ফ্লোর), যমুনা ফিউচার পার্ক, ঢাকা।

মন্তব্যসাতদিনের সেরা