kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

মণিরামপুরে ধানের শীষের মুফতি ওয়াক্কাসের গাড়িতে হামলা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি   

১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোর-৫ (মণিরামপুর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ২০ দলীয় জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) সভাপতি মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর সরকারি কলেজের সামনের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানা যুবদলের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুককে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। নিস্তার ফারুক মণিরামপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের ভাই।

গাড়িটিতে মুফতি ওয়াক্কাসের ছোট ছেলে মুফতি হুসাইন ও মণিরামপুর উপজেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আজিজসহ ওয়াক্কাসের অনুসারীরা ছিলেন। তাঁরা মুফতি মোহাম্মদ ওয়াক্কাসকে রিসিভ করতে যশোর বিমানবন্দরে যাচ্ছিলেন বলে জানা গেছে।

মুফতি ওয়াক্কাসের ছেলে মুফতি আব্দুর রশীদ জানান, দুর্বৃত্তরা লোহার রড ও রামদা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর করে।

মন্তব্যসাতদিনের সেরা