kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

নোয়াখালীতে মওদুদ

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই

নোয়াখালী প্রতিনিধি   

৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের কোথাও সুষ্ঠু নির্বাচন করার পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ (কবিরহাট) আসনে দল মনোনীত প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে কবিরহাটের শাহাজির হাট ইউনিয়নে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

ব্যারিস্টার মওদুদ আরো অভিযোগ করেন, ‘আমার নির্বাচনী এলাকায় আইনের প্রয়োগ দুইভাবে হচ্ছে। সরকারি দলের জন্য আচরণবিধি প্রয়োগ হয় না। কিন্তু আমার বেলায় আচরণবিধি প্রয়োগ করার জন্য পুলিশ ও নির্বাচনী কর্মকর্তারা অতি উৎসাহী।’ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে বর্তমান সরকারের পতন হবে বলে দাবি করেন তিনি। 

ব্যারিস্টার মওদুদ বলেন, ধানের শীষের জোয়ার উঠেছে। ধানের শীষের জোয়ার দেখে সরকারি দল বেপরোয়া। এ কারণে তারা ক্রমাগত নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ ব্যারিস্টার মওদুদের।

এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম, সহসভাপতি নাজমুল হুদা ফরহাদ, সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী, কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, আলতাফ হোসেন দুলাল, জাকের হোসেন সেলিম প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা