<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের বাইরেও আরো একটি রাজনৈতিক দল ঘোষণা আসছে। সাবেক সেনা কর্মকর্তাদের একাংশের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে।</p> <p>এই দলে সাবেক সেনা কর্মকর্তারা ছাড়াও আধাসামরিক, ব্যবসায়ী, সুধীসমাজের প্রতিনিধি, সাবেক আমলা, বিভিন্ন রাজনৈতিক দলের বঞ্চিত নেতা ও পেশাজীবীরা যোগ দেবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। </p> <p>দলটি গঠনে নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল। সম্ভাব্য নতুন এই দলটির নাম এখনও ঠিক হয়নি। দলের স্লোগান নিয়েও কাজ চলছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বৈষম্যবিরোধী কমিটির ২১৩ সদস্যের মধ্যে ১৭০ জনেরই পদত্যাগ, কারণ কী?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/20/1740034735-a0442c73ddbfebfdfde0c5c40b716613.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বৈষম্যবিরোধী কমিটির ২১৩ সদস্যের মধ্যে ১৭০ জনেরই পদত্যাগ, কারণ কী?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/02/20/1483172" target="_blank"> </a></div> </div> <p>দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সম্পাদক পদে রয়েছেন মেজর জেনারেল (অব.) ইবনে ফজল সায়েখুজ্জামান। সহসম্পাদক পদে রয়েছেন, মেজার (অব.) দেলোয়ার হোসেন খান ও জাতীয় পার্টির সাবেক নেতা নুরুল কাদের সোহেল।</p> <p>রাজনৈতিক দলটি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সততা ও নিরপেক্ষতা আছে এমন আমলা, রাজনীতিবিদ, সামরিক বাহিনীর সাবেক সদস্য, ব্যবসায়ী, সুধী ব্যক্তিদের নিয়ে দল গঠন করতে চায় তারা। তাদের উদ্দেশ্য, দলটি থেকে প্রতিনিধিত্বমূলকভাবে ১০-১৫ জনকে সংসদে প্রতিনিধিত্ব করতে পাঠানো। যাতে তারা সেখানে প্রাথমিক পরিকর্তন আনতে পারে।</p>