<p>শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট—এ কথাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বলেননি। তার কন্যা টিউলিপ সিদ্দিক দুর্নীতি ও অনিয়মের সমালোচনার মুখে সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন। সম্প্রতি এরই প্রেক্ষিতে ‘শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট হয়েছে’ শীর্ষক মন্তব্য শেখ রেহানা করেছেন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদও ক্রোকের নির্দেশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/19/1737297339-370885bff28ed324bb4c9a01a87fac71.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদও ক্রোকের নির্দেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2025/01/19/1470526" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শেখ হাসিনার অপরাধের কারণে আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে’ শীর্ষক মন্তব্য শেখ রেহানা করেননি। বরং কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।</p> <p>এ বিষয়ে অনুসন্ধানে দাবিসংবলিত পোস্টগুলো যাচাই করে এসব পোস্টে এই মন্তব্যের বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে শেখ রেহানা এমন কোনো মন্তব্য করেছেন কি না, তা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। শেখ রেহানা ৫ আগস্টের পর প্রকাশ্যে আসেননি। সাম্প্রতিক সময়ে তার কোনো বক্তব্যও জনসমক্ষে আসেনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="একসঙ্গে ওএসডি হলেন তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/19/1737296983-34acfd68ee317001f49d75e87d18a37c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>একসঙ্গে ওএসডি হলেন তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/19/1470523" target="_blank"> </a></div> </div> <p>এমনকি মেয়ে টিউলিপকে নিয়ে সাম্প্রতিক আলোচনা এবং মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ পরবর্তী সময়েও এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই তিনি তার মেয়ে টিউলিপ এবং বোন শেখ হাসিনাকে নিয়ে কথিত মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রচার হতো। কিন্তু গণমাধ্যম এবং সমজাতীয় সূত্রগুলো যাচাই করে রেহানার এমন কোনো মন্তব্যের অস্তিত্ব মেলেনি।</p> <p>সুতরাং ‘শেখ হাসিনার অপরাধের কারণে আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে’ শীর্ষক মন্তব্য শেখ রেহানা করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং বিভ্রান্তিকর।</p>