<p>ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, শেখ হাসিনা পরিবারের চুরি-দুর্নীতির কাহিনি সারা বিশ্ব জেনে গেছে। তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে দুর্নীতির দায়ে যুক্তরাজ্য সরকার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।</p> <p>শুক্রবার (১০ জানুয়ারি) ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় বালিথা মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসম্পৃক্তি কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপি ক্ষমতায় গেলে স্বল্প সুদে কৃষিঋণ চালু করা হবে : তুহিন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736173542-ae566253288191ce5d879e51dae1d8c3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপি ক্ষমতায় গেলে স্বল্প সুদে কৃষিঋণ চালু করা হবে : তুহিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/06/1465741" target="_blank"> </a></div> </div> <p>ইয়াছিন ফেরদৌস  বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে এখন আওয়ামী লীগের অস্তিত্ব নেই। তাদের নেতারা পালিয়েছে, কর্মীদের খুঁজে পাওয়া যায় না। </p> <p>নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের সাময়িক কোন লোভ-লালসা বা হিংসা বিদ্বেষে যেন পতিত স্বৈরাচার সুযোগ না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের পাশের দেশে বসে পতিত স্বৈরাচার হাসিনা ও তার সকল অপকর্মের সহযোগীরা বাংলাদেশকে অকার্যকর করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই আমাদের সকলকে দল মতের ঊর্ধ্বে উঠে দেশের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপিকে নিয়ে মাসুদ সাঈদীর পোস্ট ভাইরাল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736446888-3665ec790f77d363e0d460c02cc3d68f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপিকে নিয়ে মাসুদ সাঈদীর পোস্ট ভাইরাল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/10/1467026" target="_blank"> </a></div> </div> <p>সমাবেশে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান। আরো বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা অধ্যক্ষ এম এ জলিল, খন্দকার আবু তাহের মুকুটসহ অনেকে।</p>