<p style="text-align:justify">এবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সেক্রেটারির পরিচয় জানা গেল। তার নাম মো. মোস্তাকুর রহমান জাহিদ। তার বাড়ি নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। তার বাবা মো. মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদরাসার শিক্ষক।</p> <p style="text-align:justify">সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মো. নায়েম বিল্লাহ নামের এক শিবির নেতা গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p style="text-align:justify">জানা যায়, মোস্তাকুর রহমান জাহিদ রাবির অ্যাগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। অনার্সে তার সিজিপিএ ৩.৭৬ এবং মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩.৯২ পেয়ে তৃতীয় হন তিনি। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পিস্তল ঠেকিয়ে মালিকানা লিখে নেওয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727701369-c383f27d925789478b09d26dc834e277.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পিস্তল ঠেকিয়ে মালিকানা লিখে নেওয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/30/1430516" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">শিবির নেতা নায়েম বিল্লাহ জানান, রাবি শিবির সেক্রেটারি মোস্তাকুর রহমান জাহিদ গত বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পেয়েছেন। </p> <p style="text-align:justify">এর আগে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাবি শাখার সভাপতির পরিচয় প্রকাশিত হয়।</p>