<p style="text-align:justify">দেশ, জাতি ও দ্বিনের বৃহত্তর স্বার্থেই রাষ্ট্রের সব ক্ষেত্র থেকেই স্বৈরাচারের দোসরদের অপসারণ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত ছাত্র আন্দোলনের সাবেকদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।</p> <p style="text-align:justify">আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘লাগামহীন দুর্নীতি, ক্ষমতা কুক্ষিগত করার নির্লজ্জ ষড়যন্ত্র ও গণমানুষের অধিকার কেড়ে নেওয়ায় সব শ্রেণি ও পেশার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেশে একটি সফল বিপ্লব ও ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। তাই এ দেশের মানুষ নতুন করে দুর্নীতিবাজ, লুটেরা ও চরিত্রহীন নেতৃত্ব মেনে নেবে না।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘ধর্মনিরপেক্ষতাবাদীদের দীর্ঘদিনের অপশাসন-দুঃশাসনে এ দেশে সেকুলারিজমের শেকড় অনেক গভীরে পৌঁছে গেছে। গণপ্রশাসনে স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসররা এখনো বহাল। ফ্যাসিবাদের শেকড় এ দেশ থেকে চিরতরে উপড়ে ফেলতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তথ্য কমিশনকে ঢেলে সাজানোর আহ্বান টিআইবির" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/27/1727433012-9dc081abaec982377e400f8c662ccef6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তথ্য কমিশনকে ঢেলে সাজানোর আহ্বান টিআইবির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/27/1429462" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব। </p> <p style="text-align:justify">এতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হেমায়েত হোসাইন, ইয়াছিন আরাফাত, মাওলানা মুহিব্বুল্লাহ ও জামাল উদ্দীন এবং ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার প্রমুখ।</p>