<p style="text-align:justify">বাংলাদেশ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এ সভার শুরুতে দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করা হয়।</p> <p style="text-align:justify">জাতীয় ঐক্য এবং ইসলামী দল ও সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সংহতি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের কাজে গুরুত্বারোপ করা হয় সভায়।  </p> <p style="text-align:justify">মতবিনিময় সভায় বলা হয়, বাংলাদেশের পূর্বাঞ্চলের ফেনীসহ ১২টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। প্রায় অর্ধকোটি মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ভারত বাঁধ খুলে দিয়ে রাজনৈতিক বন্যা তৈরি করেছে। প্রতিবেশি দেশের কাছে এ ধরনের অন্যায় ও অমানবিক আচরণ কোনোভাবেই কাম্য নয়। বন্যা কবলিত মানুষকে উদ্ধারের জন্য সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং এক্ষেত্রে বিত্তবানদের পাশে দাঁড়াতে হবে।</p> <p style="text-align:justify">মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম।</p> <p style="text-align:justify">খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন, আমীরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসেন, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাশেমী, যুগ্ম মহাসচিব যথাক্রমে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল এবং প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।<br />  </p>