<p>ডোনাল্ড লুর বক্তব্যের মাধ্যেমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।</p> <p>তিনি বলেন, ডোনাল্ড লুর বক্তব্যের মাধ্যমেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বুঝতে পারা যায়। তারা সামনে এগিয়ে যেতে চায়। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কাজ করবে।</p> <p>বৃহস্পতিবার (১৬ মে) তেজগাঁওয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী শুক্রবার (১৭ মে) বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।</p> <p>যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, তার (ডোনাল্ড লু) বক্তব্যেই দেশটির অবস্থান প্রকাশিত হয়েছে। কিন্তু ফখরুল কী করে জানলেন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থানে রয়েছে?। ফখরুলের বক্তব্যের কোনো মূল্য নেই।</p> <p>ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা জনগণের ভাগ্যের পরিবর্তন করেছে। আগে যারা ক্ষমতায় ছিল তারা পকেটের উন্নয়ন করেছে। বাংলাদেশের ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। </p> <p>আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।<br />  </p>