<p>আগামী ২৬ এপ্রিল রাজধানীতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ওই দিন দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।</p> <p>শনিবার (২০ এপ্রিল) মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। </p> <p>ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ও যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ হারুনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশ করা হবে। সমাবেশের অনুমতি চেয়ে এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়েছে।</p>