<p style="text-align: justify;">এবার জন্মদিনে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ছোট কক্ষে একাকিত্বে কেটেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। প্রতিবছর জন্মদিনের ভোরে অস্ট্রেলিয়াপ্রবাসী বড় মেয়ের টেলিফোনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘুম ভাঙত। </p> <p style="text-align: justify;">আজ শুক্রবার তাঁর ৭৮তম জন্মদিন। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে তাঁর জন্ম। ২৯ অক্টোবর থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। </p> <p style="text-align: justify;">সকাল ১১টায় গুলশানের বাসা থেকে স্ত্রী রাহাত আরা বেগম তার ছোট মেয়ে এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বোনকে নিয়ে কারাগারে যান।</p> <p style="text-align: justify;">রাহাত আরা বেগম সাংবাদিকদের বলেন, ‘ওনার শরীরটা ভালো না। ওজন কমে গেছে পাঁচ কেজি। আমরা তিনজন সকালে কেরানীগঞ্জ গিয়েছিলাম, দেখা হয়েছে। কিছু সময় থেকে চলে এসেছি।’</p> <p style="text-align: justify;">বড় মেয়ে মির্জা শামারুহ অস্ট্রেলিয়াপ্রবাসী। ক্যানবেরায় ফেডারেল মেডিক্যাল কাউন্সিলের সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকার ধানমণ্ডিতে একটি ইংরেজি মাধ্যমের স্কুলে শিক্ষকতা করেন।</p> <p style="text-align: justify;">গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পরের দিন গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় দলটির মহাসচিবকে। প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২৮ অক্টোবর পল্টন ও রমনা থানায় পুলিশ বাদী হয়ে মোট ১১টি মামলা করে। এসব মামলার ৯টির এজাহারে মির্জা ফখরুলের নাম রয়েছে।</p> <p style="text-align: justify;">পল্টন ও রমনা থানার পৃথক ৯টি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন হয়েছে মহানগর মুখ্য হাকিম আদালতে। আইনজীবীরা জানান, এখনো আরো একটি মামলায় তাঁর জামিন বাকি আছে।</p> <p style="text-align: justify;">ঢাকা বিশ্ববিদ্যালয়েরর অর্থনীতি বিভাগের কৃতী ছাত্র ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন তিনি। জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার আগে ঢাকা কলেজসহ কয়েকটি সরকারি কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন মির্জা ফখরুল। ২০১৬ সাল থেকে বিএনপির মহাসচিব হিসেবে টানা দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।</p> <p style="text-align: justify;">বর্তমান সরকারের আমলে অতীতেও কয়েক দফা গ্রেপ্তার হয়ে বন্দিত্বের জীবন কাটাতে হয়েছে এই প্রবীণ রাজনীতিককে।</p>