<p>জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) 'একতরফা' ভোট বর্জনের আহ্বানের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জেএসডির এক বিজ্ঞপ্তিতে জানায়।</p> <p>সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জেএসডির উদ্যোগে সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ভোট বর্জনের আহ্বানে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগের মিছিলে পুলিশ বাধা দেয় এবং ব্যানার ছিনিয়ে নেওয়াসহ শারীরিক হেনস্তা করে। পরে পল্টন মোড় থেকে গণসংযোগ এবং মিছিল শুরু করলে বায়তুল মোকাররমের উত্তর গেটে আবারও পুলিশ বাধা দেয় এবং মিছিল ছত্রভঙ্গ করে দেয়। নেতাকর্মীরা পরে দৈনিক বাংলার মোড় থেকে গণসংযোগ শুরু করে মতিঝিল মেট্রো রেল স্টেশনের পৌঁছলে পুলিশ তাদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।</p> <p>এ সময় পুলিশি বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।</p> <p>সমাবেশে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, সরকার ক্রমাগত অসহিষ্ণু হয়ে উঠছে। প্রহসনের নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করায় সরকার বিরোধী দলের ওপর প্রতিনিয়ত হামলা-মামলা করছে। সরকারের আচরণ চরম অগণতান্ত্রিক। এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হবে।</p> <p>জনসংযোগ ও মিছিলে সহসভাপতি অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, কামরুল আহসান অপু, ফারজানা দিবা, মোহাম্মদ মোস্তাক প্রমুখ উপস্থিত ছিলেন </p>