<p>আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে একতরফা ও প্রহসনমূলক উল্লেখ করে ভোটবর্জনে আগামীকাল থেকে চারদিন গণসংযোগ কর্মসূচি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপর নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে আগামী ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবে দলটি।</p> <p>আজ মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করে দলটি।</p> <p>এর আগে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন কর্মসূচি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।</p> <p>ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক শহিদুল ইসলাম কবির জানান, একতরফা প্রহসনের নির্বাচন বর্জনে বুধবার (২৭ ডিসেম্বর) থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা চালাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি অবৈধ প্রহসনের নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হবে।</p>