<p>জনগণকে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী সর্বস্তরের জনগণের মধ্যে সর্বাত্মক গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করবে জামায়াত।</p> <p>আজ রবিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।</p> <p>বিবৃতিতে এ টি এম মা’ছুম বলেছেন, বর্তমান স্বৈরাচারী সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে জনগণ নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে। সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য বিরোধী রাজনৈতিক দল ব্যতিরেকেই নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। জনগণ এ নির্বাচন মেনে নেবে না। </p> <p>আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী সর্বস্তরের জনগণের নিকট সর্বাত্মক গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালনের জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।</p> <p>বিবৃতিতে নির্বাচনের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলা, ভোটদান থেকে বিরত থাকা, ভোটের যেকোনো কাজে সরকারকে সহযোগিতা না করা এবং সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানায় জামায়াত।</p> <p>এর আগে বিকেলে একই কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।</p> <p>গত ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল ও ১২ দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াত। আজ রবিবার ১৩তম দফায় সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি পালন করেছে নির্বাচন বর্জনকারী দলগুলো।</p>