<p>মনোনয়নপত্র জমাদানের সময় ৭ দিন বৃদ্ধির দাবি জানিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। আজ রবিবার মুক্তিজোটের পরিচালনা বোর্ডের প্রধান মো. শাহজামাল আমিরুল নির্বাচন কমিশন বরাবর এই চিঠি দেন।</p> <p>চিঠিতে নিবন্ধিত দলটি জানায়, দেশে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। কিন্তু সেই নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক। আমরা চাই ৩০০ আসনে প্রার্থী প্রদানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে। সেইসঙ্গে নির্বাচন কমিশনকে অনুরোধ করবো সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে মনোনয়নপত্র জমাদানের তারিখ আরও ৭ দিন বাড়িয়ে দেওয়া হোক।</p> <p>এ বিষয়ে শাহজামাল আমিরুল সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারা অব্যহত রাখা এবং জনতার ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এ দাবি।</p>