<article> <p>আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল) আসনে মাশরাফি বিন মর্তুজা ছাড়াও আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে মনোনয়ন ফরম কিনেছেন ১৮ জন। গত সোমবার রাত পর্যন্ত নড়াইলের দুটি আসনে মোট ২৪ জন মনোনয়নপত্র কিনেছেন। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।</p> <p>এ ছাড়া খুলনার ছয়টি আসনে বর্তমান সংসদ সদস্যসহ ৪৪ নেতাকর্মী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। এসব আসনের মধ্যে খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা) শুধু একজন প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল। আর সবচেয়ে বেশি মনোয়নপ্রত্যাশী খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ১৪ জন। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে।</p> </article> <article> <p>সোমবার সকালে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁর পক্ষে ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।</p> </article> <article> <p>নড়াইল-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দীন খান নীলু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল বাশার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী লে. কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহ, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, কেন্দ্রীয় কৃষক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শরীফ খসরুজ্জামানের মেয়ে শামীমা সুলতানা, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর, কেন্দ্রীয় যুবলীগের সদস্য<br /> মো. তরিকুল ইসলাম, অভিনেত্রী সুমাইয়া শিমুর ভাই মো. হাবিবুর রহমান প্রমুখ।</p> <p>অন্যদিকে নড়াইল-১ (কালিয়া-নড়াইল) আসনে মনোনয়নপত্র কিনেছেন ছয়জন। বর্তমান সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দীন খান নীলু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য চৈতি রানি বিশ্বাস প্রমুখ।</p> </article> <p>মনোনয়নপ্রত্যাশী একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী তাঁরা। তবে দল যাঁকে মনোনয়ন দেবে তাঁর পক্ষেই তাঁরা কাজ করবেন বলে জানিয়েছেন।</p> <article> <p>খুলনা-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও নগর আওয়ামী লীগ ফারুক হাসান হিটলু বলেন, ‘খুলনা শিল্পাঞ্চল খ্যাত খালিশপুর, দৌলতপুর ও খানজাহান থানা এলাকায় সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘদিন কাজ করছি। দল মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে আশাবাদী।’</p> <p>জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম খালিদীন রশিদী সুকর্ণ বলেন, ‘আমার বাবা এস এম মোস্তফা রশিদী সুজা আমৃত্যু দল ও মানুষের জন্য কাজ করেছেন। আমি তাঁর দেখানো পথেই হাঁটতে চাই।’</p> </article>