<p>আগামী ১০ নভেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মাজলিস। চলমান সংঘাতের হাত থেকে দেশকে বাঁচাতে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে তারা এই কর্মসূচি ঘোষণা করে।</p> <p>আজ শনিবার বিকেল ৩টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক নির্বাহী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।</p> <p>খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে বলা হয়, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। পুলিশ সদস্য, বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, সাধারণ নাগরিকদের মৃত্যুর মতো দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সরকার শক্তি প্রয়োগ করে, গ্রেপ্তার, নির্যাতন, জেল-জুলুমের মাধ্যমে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। এর মধ্য দিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।</p> <p>এতে বলা হয়, চলমান সংঘাতের হাত থেকে দেশকে বাঁচাতে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জেল, জুলুম, হামলা, মামলা আর পেশিশক্তির খেলা বন্ধ করতে হবে। রাজনৈতিক দল ও জনগণের মতামতকে উপেক্ষা করে নির্বাচন কমিশন তড়িঘড়ি করে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করলে জাতি তা মেনে নেবে না। বৈঠকে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার বন্ধ ও আলেম-উলামাসহ কারাবন্দি বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।</p> <p>এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুববিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, অ্যাডভোকেট মুহাম্মদ শায়খুল ইসলাম, আসাদুল্লাহ, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, মো. জহিরুল ইসলাম, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজীজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মো. আবুল হোসেন প্রমুখ।</p> <p>সভায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকদের ওপর গুলি চালিয়ে একজন গার্মেন্ট শ্রমিককে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং আন্দোলনরত শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে অবিলম্বে মজুরি কমিশনের পক্ষ থেকে নতুন বেতন কাঠামো ঘোষণার দাবি জানানো হয়। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।</p> <p>বৈঠকে গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের গণহত্যা বন্ধে জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করে গাজায় অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধ ও নির্বিচারে নারী, শিশুসহ সাধারণ নাগরিকদের হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানানো হয়।</p>