<p>জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনাসভায় অংশগগ্রণের জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আমন্ত্রণ পেয়েও অংশ নিতে পারছে না।</p> <p>আজ শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।</p> <p>তিনি আরো বলেন, সারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গড়ে ওঠা ব্যাপক সংগ্রাম ও আন্দোলনের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটানোর উপযোগী পরিবেশ নিশ্চিত হলে- অর্থাৎ সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন 'জাতীয় সরকার' গঠন প্রশ্নে সংলাপ হতে পারে।</p> <p>জেএসডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম শামছুল আলম নিক্সন, এম এ ইউসুফ, মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, কামরুল আহসান অপু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।</p>