<p>জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে আজ বুধবার ঢাকা মহানগর উত্তরের আট ও দক্ষিণের চার জায়গায় পিকেটিং করেছেন দলটির নেতাকর্মীরা। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে দলটি।</p> <p>ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান রাজধানীর মিরপুরে বিক্ষোভ-পরবর্তী এক সমাবেশে যেকোনো মূল্যে দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন। মিছিলটি মিরপুর চিরিয়াখানা রোড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কমার্স কলেজ হয়ে প্রশিকা মোড়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।</p> <p>ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লার নেতৃত্বে বাড্ডা নতুন বাজারে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। এ ছাড়া কারওয়ান বাজার, পল্লবী, গুলশান, বনানী ও রামপুরা বাজার ও দক্ষিণখান সড়কে অবরোধ সফল করতে মিছিল করেন নেতাকর্মীরা।</p> <p>এদিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে গেণ্ডারিয়া ও মালিবাগে রেলপথ এবং ডেমরা ও পোস্তগোলায় সড়কপথ অবরোধ করেন নেতাকর্মীরা। মালিবাগে রেলপথ অবেরাধকালে ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন বলেন, ক্ষমতাসীন অবৈধ সরকার তাদের অপশাসন ও অত্যাচারে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা জনগণের ভোট ও ভাতের অধিকারকে হরণ করেছে। জীবনের বিনিময়ে হলেও এই সরকারকে বিদায় করতে হবে।</p>