<p>বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। আজ রবিবার দুপুরে রামপুরা ব্রিজ থেকে মিছিল শুরু করে দলটি। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, সারা দেশে আতঙ্ক সৃষ্টির জন্য ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা শোডাউন দিচ্ছে। আমরা এই পরিবেশের মাঝেও জীবন বাজি রেখে রাজপথে নেমেছি। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ দিয়ে জনগণকে ঠেকানো যাবে না।</p> <p>জনগণকে উদ্দেশ করে নুর বলেন, আপনারা এই শান্তিপূর্ণ হরতালে রাজপথে নামুন। মনে রাখতে হবে, এই লড়াই আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লড়াই। আমরা যদি হেরে যাই তাহলে বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হবে। তাই আপনাদের বলব, পরবর্তী সময়ে যেকোনো কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন।</p> <p>গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে হরতাল সফল করেছে। আজকে বাস-ট্রাকসহ পাবলিক যানবাহন চালানো বন্ধ রেখেছে শ্রমিক সমাজ। আমরাও শান্তিপূর্ণ হরতালের সমর্থনে রাজপথে আছি। অনতিবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেপ্তারকৃত সব রাজনীতিককে মুক্তি দিতে হবে।</p> <p>বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, হানিফ খান সজিব, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, রবিউল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবসহ নেতাকর্মীরা।</p>