kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

আজ নয়াপল্টনে কাল সারা দেশে বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক   

২ এপ্রিল, ২০১৯ ০৪:৫৮ | পড়া যাবে ১ মিনিটেআজ নয়াপল্টনে কাল সারা দেশে বিশেষ দোয়া

খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুই দিনের দোয়া মাহফিল কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। 

স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পর গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আজ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল বুধবার দেশব্যাপী দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 
ঢাকাসহ সারা দেশের দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকার বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা