kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

খালেদাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবি ফখরুলের

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৯ ১৩:১৫ | পড়া যাবে ১ মিনিটেখালেদাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবি ফখরুলের

ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাংবাদিকদের সামনে ফখরুল এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘খালেদা জিয়া খবুই অসুস্থ। আমরা আশা করব সরকার বিষয়টা বুঝে তার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেবে এবং তার চিকিৎসার সর্বোচ্চ ভালো পরিবেশ তৈরি করবে। আমরা তাকে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবি জানাচ্ছি।’

এর আগে খালেদা জিয়াকে পুরান ঢাকার পুরনো কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে আনা হয়। সকালে খালেদা জিয়ার ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

মন্তব্যসাতদিনের সেরা