kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

ড. কামালের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

কালের কণ্ঠ অনলাইন   

৩১ মার্চ, ২০১৯ ২৩:০৮ | পড়া যাবে ১ মিনিটেড. কামালের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

জাতীয় ঐক্যফ্রন্টের স্বাধীনতার দিবসের আলোচনা সভায় ড. কামাল হোসেন তার বক্তব্যে বঙ্গবন্ধুর নাম বললেও জিয়াউর রহমান ও বেগম জিয়ার নাম না বলায় সভাস্থলেই বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

রবিবার (৩১ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে পূর্বনির্ধারিত আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের সভাপতি ড.কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। 

মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের পর ড.কামাল হোসেন বক্তব্য শুরু করনে। এসময় তিনি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলতে গিয়ে বঙ্গবন্ধুর নাম বললেও জিয়াউর রহমান ও বেগম জিয়ার নাম না বলায় সভায় উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করে। নেতারা হল রুম থেকে বের না হওয়া পর্যন্ত তারা স্লোগান অব্যাহত রাখেন।

মন্তব্যসাতদিনের সেরা